শ্রীবরদী প্রতিনিধি:
৪৮ বছরের ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কে বিলুপ্ত করে নার্স ও মিডওয়াইদের কে ভিন্ন অধিদপ্তর ও ভিন্ন পেশাজীবীর মাধ্যমে পরিচালনা করার জনস্বার্থ ও জনস্বাস্থ্য বিরোধী অপচেষ্টার প্রতিবাদে এবং জনবান্ধব নার্সিং এবং মিডওয়াইফারি সেবা ও শিক্ষাব্যবস্থাপনা গড়ে তুলতে নার্সিং – মিড ওয়াইফ দের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতীকী শাট-ডাউন কর্মসূচি পালন করা হয়েছে।

৩০শে নভেম্বর রবিবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। নার্সিং মিট ওয়াইফারি সংস্কার পরিষদ শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচিতে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর কে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভৃত করনের অপচেস্টার প্রতিবাদ ও ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, সিনিয়র স্টাফ নার্স লুৎফা জান্নাত সুমা, বৃথী, ইনডর নার্স ইনচার্জ শরমিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন অবিলম্বে তাদের দাবি আদায় না হলে পরবর্তীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হবে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল নার্সরা উপস্থিত ছিলেন।