শ্রীবরদী প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা রাষ্ট্র কাঠমো বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা একেএম আমিনুল হক ( এফসিএ) ।
শনিবার রাতে শ্রীবরদী থানা রোডস্থ উপজেলা যুবদলের কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়ন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে নেতা কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন শেরপুর ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট শিক্ষাবিদ একেএম আমিনুল হক ( এফসিএ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মো: আলবেরুনি।
এ সময় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আপেল মাহমুদ, উপজেলা শ্রমিক দল সভাপতি শহীদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরজু, হুসাইন, বাঁধন, আবু সালেহ, বিএনপি নেতা এবিএম শামীম কবির, রফিকুল ইসলাম, মিল্লাত আকন্দ মেম্বার, সোলায়মান কবির সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






