শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী জগাকুড়া খেলার মাঠে তাওয়াকুচা স্বপ্ন ছোঁয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডাঃ সেরাজুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে শত শত ফুটবল প্রেমি দর্শকদের অংশগ্রহণের মধ্য দিয়ে গারো পাহাড়ের ঐতিহ্যবাহী জগাকুড়া খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ৩ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপি নেতা মো শাহজাহান আকন্দ, লুৎফর রহমান, আব্দুল মান্নান।
এ সময় শেরপুর জেলা বিএনপি নেতা মাহফুজুল হক মোল্লা, রানীশিমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি তুহিনুর রহমান তুহিন, স্থানীয় সমাজকর্মী মুসা আলী, আইয়ুব আলী সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সহ কয়েক হাজার ফুটবল প্রেমি দর্শকরা উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় পানবর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও বালিজুরি খাড়ামোরা ফুটবল একাদশ রানার্স আপ মনোনীত হয়।






