শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ৪ টি গরু, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেইসওয়াশ ও ডাব সাবান আটক করা হয়েছে।
বুধবার গভীর রাতে কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার ফুলমিয়ার নেতৃত্বে সীমান্ত জনপদের ঝুলগাও রাজা পাহাড় এলাকা থেকে ভারত থেকে নিয়ে আসা প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেইসওয়াস ও ডাব সাবান আটক করে। অপরদিকে তাওয়াকোচা সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার মিজানের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে বালিজুরি হালুহাটি গ্রামের এক বসত বাড়ি থেকে চারটি ভারতীয় গরু আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরা চালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের নির্দেশনায় কর্ণঝোড়া ও তাওকুচা সীমান্ত ফাড়ির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
কর্ণজোড়া বিওপি ইন চার্জ নায়েক সুবেদার
ফুল মিয়া ও তাওয়া কুচা বিওপি ইন চার্জ
নায়েক সুবেদার মিজান মালামাল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।







