
শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় কর্ণঝোড়া বিজিবি সীমান্ত ফাড়ির পৃথক অভিযানে কয়েক লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিলেট ব্লেড, নেভিয়া সফট ক্রিম, জনসন বেবি ক্রিম, স্কিন সাইন ক্রিম, ডাব সাবান ও প্যান্টের কাপড় আটক করা হয়েছে।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাড়ির সদস্যরা ২০ শে নভেম্বর বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া এলাকা ও সিঙ্গাবরুনা ইউনিয়নের ঝুলগাও এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করে।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের নির্দেশনায় কর্ণজোড়া বিওপি ইন চার্জ নায়েক সুবেদার ফুল মিয়া ও নায়েক আব্দুর রহিম পৃথক অভিযান পরিচালনা করেন। কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার ফুল মিয়া মাল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।