শ্রীবরদী প্রতিনিধি:
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সর্ব বৃহৎ সংগঠন শ্রীবরদী কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর রবিবার রাতে সমিতির নিজস্ব কার্যালয়ে নব নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আমান উল্লাহ সিফাত।
এতে বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির সভাপতি বিল্লাল হোসেন, সহ-সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিনাল সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা।
এ সময় শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মো: আব্দুল্লাহ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স, নবনির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক , কোষাধক্ষ খাদেমুল ইসলাম, ক্রীড়া ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ জোয়াদ্দার, প্রচার সম্পাদক কাজল মিয়া, কার্যকরী কমিটির সদস্য মজিবুর রহমান, জিয়ারুল ইসলাম, হযরত আলী, জামাত আলী সহ নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা সদস্য বৃন্দ, সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।