শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরে শ্রীবরদীতে কথিত সংবাদ কর্মী পরিচয়দানকারী দুই যুবক কর্তৃক ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও সরকার উন্নয়ন কাজ বাস্তবায়নে বাঁধা প্রদান করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রানীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ।
১৫ই ডিসেম্বর সোমবার বিকেলে হাতিবর গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ জানান, রানীশিমুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নুর ইসলামের বাড়ি থেকে টুরু মহনের বাড়ি পর্যন্ত কাবিটা প্রকল্পের আওতায় ৮ লাখ ২ হাজার ১০৫ টাকা ব্যয়ে ৭৩০ মিটার দৈর্ঘ্য ও ৮ ফুট ৩ ইঞ্চি প্রস্থের ইটের এজিংসহ গ্রামীণ রাস্তা নির্মাণ কাজ সরকার নির্ধারিত সকল নিয়ম-কানুন মেনে বাস্তবায়ন করা হচ্ছে।
রবিবার ,রাস্তার নির্মাণ কাজ চলাকালে খাইরুল ইসলাম ও তানভীর নামের দুই ব্যক্তি নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনাস্থলে এসে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করলে তারা শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেন এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।
একপর্যায়ে তানভীর ও খাইরুল নামের ব্যক্তিদ্বয় তার সঙ্গে অসদাচরণ করেন এবং শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন। এতে উপস্থিত শ্রমিক ও স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে তানভীরকে জনতা আটক করতে সক্ষম হয়,তবে খাইরুল ইসলাম পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে ঘটনার সার্বিক পর্যালোচনা শেষে বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হয় এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তানভীরকে তার বাবার জিম্মায় হস্তান্তর করা হয় বলে জানান চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে তিনি দুঃখ প্রকাশ করে বলেন,ঘটনাস্থল ত্যাগের পর অভিযুক্তরা বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন। তানভীর ও খায়রুল নিজেদেরকে সংবাদকর্মী পরিচয় দিয়ে সারের বস্তা আটক, সহ বিভিন্নজনকে হয়রানি ও চাঁদাবাজি করে আসছে।
চাঁদাবাজিতে ব্যর্থ হয়ে এখন তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।