
শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এক আ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ই ডিসেম্বর বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষ সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো নুর ইসলাম, উপজেলা বিএনপির আহব্বায়ক আব্দুর রহিম দুলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই)
মজিবুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের স্টাফ,সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৬ ই ডিসেম্বর হতে ১১ ই ডিসেম্বর পর্যন্ত সারা দেশের ন্যায় শেরপুরের শ্রীবরদীতেও অনুষ্ঠিত হবে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৫।