শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সীমান্ত থেকে রাতভর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি ইজিবাইক আটক করেছে বিজিবি।
১৬ ই ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার হালুয়া হাটি এলাকা থেকে অভিনব কৌশলে ভারতীয় শাড়ি পাচারের চেষ্টা কালে ১টি ইজিবাইক সহ বিপুল পরিমাণ শাড়ি আটক করে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইক রেখে পালিয়ে যায় গাড়ির চালকসহ চোরাকারবারী দলের সদস্যরা। ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান শাড়ি আটকের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে বলেন, উদ্ধারকৃত শাড়ি ও ইজি বাইকের সিজার মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।






