শ্রীবরদী প্রতিনিধি:
দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স নিয়ে গড়বো স্বদেশ এ স্লোগানকে সামনে রেখে ১৮ ই ডিসেম্বর বৃহস্পতিবার শ্রীবরদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসি দিবস ও প্রবাসী দিবস ২০২৫।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শ্রীবরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিবুল আহসান, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিস্টার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।