স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও বালুরচর নতুন বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক প্রসাধনি সামগ্রী সহ ২ চোরা কারবারি দলের সদস্যকে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (২)।
১৩ ই জানুয়ারি মঙ্গলবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে এস আই নিরুপম নাগ এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ডিবি পুলিশের একটি অভিযানিক দল গোলগাঁও বকশীগঞ্জ থানার গোয়ালগাঁও বালুরচর নতুন বাজার এলাকার সরল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে সরকারি পাকা সড়কের ওপর ব্যাটারিচালিত দুটি অটোতে মজুত করা অবস্থায় এসব ভারতীয় মালামাল উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত হলো শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের জলঙ্গা মাধবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু সাঈদ (৩৫) ও আলাল মিয়ার ছেলে সুজন মিয়া (২৮)।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার গ্রেপ্তারের সততা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে বলেন, আটককৃতদের কাছ থেকে ২৪টি প্লাস্টিকের বস্তায় থাকা ভারতীয় তৈরি বিভিন্ন প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে,পন্ডস ব্রাইট বিউটি অ্যান্টি ডালনেস ফেইসওয়াশ ৩ হাজার ৬৪৮ পিস, পন্ডস সুপার লাইট জেল ৮৬৪ পিস এবং গার্নিয়ার ফেইসওয়াশ ৪৬৮ পিস। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৭ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় ডিবির এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে ধৃত সুজন মিয়া, আবু সাঈদ শেরপুর জামালপুর সীমান্ত জনপদের চোরা চালান দলের মূল হোতা সিংগাবরুনা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মৃত সিরাজুল হক সিরাজ চেয়ারম্যানের ছেলে রাশেদুল হক ববি ও তার অন্যতম সহযোগী জলঙ্গা মাধবপুরের আতিক কে এজাহারনামীয় আসামি করে অজ্ঞাতদের বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।






